Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০১। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি, স্বীকৃতি, শাখা খোলা ও তদন্তবিষয়ে পরিদশন প্রতিবেদন অগ্রায়ণঃ

           জেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং মাদ্রাসাসমূহের  অনুমতি/স্বীকৃতি নবায়ন বিষয়ে পরিদর্শনপূর্বক প্রতিবেদন ১৫ দিনের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষবরাবর প্রেরণ, জেলা শিক্ষাঅফিসার বরাবরদাখিলকৃত অভিযোগের তদন্তসম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নেয়া।

০২। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, নিয়োগপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্তি, টাইমস্কেল/উচ্চতর স্কেল, কার্যনির্বাহী কমিটিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক দায়িত্ব সম্পাদন এবং অডিট আপত্তির ব্রডসীটে জবাব সংক্রান্তকাগজপত্র উধ্বতন কর্তৃপক্ষবরাবর অগ্রায়নঃ

            জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের এমপিওভুক্তি, শিক্ষক/কর্মচারীদের এমপিওভুক্তি/টাইমস্কেল/উচ্চতর স্কেল সংক্রান্তআবেদন অগ্রায়ন, কার্যনির্বাহী কমিটিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক দায়িত্ব সম্পাদন করা

০৩। মাধ্যমিক ও নিমণমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ডিজির প্রতিনিধি মনোনয়ন ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনাঃ

            মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকনিয়োগে ডিজির প্রতিনিধি মনোনয়ন ও বিদ্যালয়সমূহের এডহক কমিটিতে শিক্ষকপ্রতিনিধি মনোয়ন।

০৪। শিক্ষাগুণগত মান উন্নয়ন ও জেলার শিক্ষাবিষয়ক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষবরাবর সরবরাহঃ

            জেলা কমিটির বিভিন্ন সিদ্ধান্তবাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং রিপোর্ট প্রেরণ, এনটিআরসি কর্তৃক পরিচালিত শিক্ষক নিবন্ধন পরীক্ষাঅনুষ্ঠানে সহায়তা ও সার্টিফিকেট বিতরণ, বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ততথ্য সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও মনিটরিং।

০৫। প্রশাসনিক কার্যক্রমঃ

            জেলা শিক্ষাঅফিসের আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন, জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের গোপনীয় প্রতিবেদন প্রদান/অগ্রায়ন, জেলা/উপজেলা অফিসের কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমণভাতা, বিনোদন ভাতা অনুমোদন/অগ্রায়ন, ছুটি অনুমোদন/ছুটি মঞ্জুরীর আবেদন অগ্রায়ন, অবসর গ্রহণ মঞ্জুরী সংক্রান্তআবেদন অগ্রায়ন, প্রাথমিক/জুনিয়র বৃত্তি স্থানান্তরআদেশ/বৃত্তি বিলে প্রতিস্বাক্ষর।

০৬। সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও উপবৃত্তি কাযক্রমপরিচালনাঃ

            সহপাঠ্যক্রমিককার্যক্রমবাস্তবায়ন, উপবৃত্তি কার্যক্রম মনিটরিং।

০৭। জেলার অধঃস্তনও উর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে সমন্বয় সাধনঃ

            মানসম্মত শিক্ষাবিষয়ক জেলা কমিটি সভায় অংশগ্রহণ/সিদ্ধান্তবাস্তবায়ন, জেলা পর্যায়ের বিভিন্ন কমিটির সদস্য হিসাবে সভায় অংশগ্রহন/সিদ্ধান্তবাস্তবায়নে সহযোগীতা।

০৮। প্রশিক্ষন/কর্মশালা বাস্তবায়ন এবং পরীক্ষারফলাফল পর্যালোচনা /মূল্যায়ন সভা আয়োজনঃ

            জেলায় পিবিএম/এসবিএ/সিকিউ বাস্তবায়ন/মনিটরিং, প্রশিক্ষণের জন্য শিক্ষক/কর্মচারীদের নির্বাচন/মনোনয়ন ও প্রশিক্ষন/কর্মশালা বাস্তবায়ন/মনিটরিং।